১৫ সেকেন্ডেই ভয়েস ক্লোনিং করতে পারবে ওপেনএআইয়ের মডেল

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক রিপোর্টঃ 

মাত্র ১৫ সেকেন্ডের অডিও থেকে ভয়েস ক্লোনিং করতে পারবে নতুন এআই মডেল। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআই নতুন এই ভয়েস ইঞ্জিন নামের ভয়েস ক্লোনিং এআই মডেলের উন্মোচন করেছে।

ওপেনএআই জানিয়েছে, এই মডেলটি টেক্সটের পাশাপাশি একটি ১৫ সেকেন্ডের অডিও নমুনা থেকে প্রকৃত বক্তার অনুরূপ ভয়েস জেনারেট করতে পারবে। ওপেনএআই সম্ভাব্য অপব্যবহার এবং সংশ্লিষ্ট ঝুঁকির বিষয়টি মাথায় রেখে আপাতত বেটা পরীক্ষকদের একটি নির্বাচিত গোষ্ঠীর মধ্যে ভয়েস ইঞ্জিনকে ব্যবহারের সুযোগ দিয়েছে।সান ফ্রান্সিসকোর কোম্পানি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা স্বীকার করি যে জনগণের কণ্ঠস্বরের সাথে সাদৃশ্যপূর্ণ বক্তৃতা তৈরির গুরুতর ঝুঁকি রয়েছে, যা বিশেষ করে একটি নির্বাচনী বছরে মনের শীর্ষে থাকে।’

নির্বাচনের মতো সংবেদনশীল প্রেক্ষাপটে ব্যক্তিদের কণ্ঠস্বর অনুকরণ নিয়ে বাড়ছে বিতর্ক। অভিযোগ, রোবোকলগুলো রাজনৈতিক ব্যক্তিত্বের ছদ্মবেশী এআই-জেনারেটেড ভয়েস তৈরি করছে। উল্লেখ্য, বেশ কিছু স্টার্টআপ কোম্পানি ইতিমধ্যেই ভয়েস-ক্লোনিং অফার করছে।