হিলি বন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

উপজেলা প্রতিনিধি দিনাজপুর (হিলি)

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টানা ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুদেশের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই পারাপার করবেন।রোববার (৩১ মার্চ) দুপুরে আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে হিলি বন্দরে এপ্রিলের ৯ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত মোট ছয় দিন ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ তারিখ থেকে যথাসময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।এ বিষয়ে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল বলেন, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি থাকবে। তবে এসময় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।