হাত বাড়ালেন বিরাট, পাত্তা দিলেন না আনুশকা

সম্পর্কে ফাটল?

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

বিরাট-আনুশকা মতো হাসিখুশি দম্পতি বলিউডে খুব কমই আছে। বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের নিয়ে কোন বিতর্ক তৈরি হয়নি- এমনটা অনায়াসেই বলা যায়। কিন্তু এতো কিছুর পরেও বিতর্ক এড়াতে পারলেন না বিরাট কোহলি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রী অভনীত কৌরের একটি পোস্টে লাভ রিঅ্যাক্টকে ঘিরে আলোচনার মুখে পড়েন বিরাট কোহলি। এ নিয়ে নেটিজেনদের মাঝে হইচই পড়ে যায়। তৈরি হয় বিতর্কও। যদিও ইতোমধ্যে বিরাট কোহলি জানিয়েছেন—তিনি মোটেও অভনীতের কোনো পোস্টে লাইক করেননি। বরং এটির দায় তিনি ইনস্টাগ্রামের ওপর চাপিয়েছেন।

তবে দায় চাপালেও স্ত্রী আনুশকার সঙ্গে যে তার সমীকরণটা ভালো যাচ্ছে না তা বোঝাই যাচ্ছিলো। এবার তাদের ডিনার ডেটের একটি ছবি প্রকাশ পাওয়ার পর সেই ধারণা আরও বেশি পোক্ত হয়েছে নেটিজেনদের।

ারৎধঃশড়যষর১৫-১৭৪৬৬৯৫৯৭৮
গাড়ি থেকে নামার সময় বিরাট হাত বাড়িয়ে দিলেও হাত না ধরেই হেটে চলে যান আনুশকা

বুধবার রাতে কোহলি ও আনুশকার ডিনার ডেটের একটি ভিডিও ও কয়েকটি ছবি ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কোহলি আগে গাড়ি থেকে নেমে হাত বাড়িয়েছেন আনুশকার উদ্দেশে। কিন্তু অভিনেত্রী তার হাত না ধরে গাড়ি থেকে নামেন। শুধু তাই নয়, গাড়ি থেকে নেমেই সোজা হেঁটে রেস্তোরাঁর ভেতরে ঢুকে যান আনুশকা। তার পিছু পিছু যান কোহলিও। বিষয়টি মোটেই নজর এড়ায়নি অনুরাগীদের। এদিন বিরাটের পরনে ছিল সাদা টিশার্ট, কালো জিন্স ও টুপি। অন্যদিকে আনুশকার পরনে ছিল ক্রিম রঙের একটি জাম্প স্যুট।

জানা গেছে, ভিডিওটি গত মঙ্গলবারের। এটাই বিরাট ও আনুশকার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স অভনীতকাণ্ডের পর। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও দেখে চর্চা আরও জোরাল, তবে কি অভনীতকাণ্ডের পর বিরাটের ওপর এখনো রাগ করে আছেন আনুশকা শর্মা?