স্বামীর ছুড়ে দেয়া গরম তরকারিতে ঝলসে গেছে স্ত্রীর শরীর

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

পাবনার সাঁথিয়ায় স্বামীর ছুড়ে দেয়া গরম তরকারিতে ঝলসে গেছে স্ত্রী মাছুরা খাতুনের (২৫) শরীর। তিনি এখন সাঁথিয়া হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের কলাগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ সাঁথিয়া উপজেলার শিবরামবাড়ি কল্যাণপুর গ্রামের দিনমজুর সোনাই মোল্লার মেয়ে। এ ঘটনার কিছুদিন আগেও পাষণ্ড স্বামী রতন আলী ওই গৃহবধূকে নির্যাতন করে একটি চোখও নষ্ট করে দেন।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাছুরা খাতুন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, ৫ বছর আগে সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের কলাগাছী গ্রামের রতন আলীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজন তাকে নির্যাতন করে আসছেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে মাছুরা তরকারি রান্না করে ঘরে নিয়ে আসছিলেন। এ সময় রান্না করা তরকারি নিয়ে শাশুড়ি দুলি বেগমের সঙ্গে তার ঝগড়া লাগে। তখন ঘটনাস্থলে উপস্থিত স্বামী রতন আলী মাছুরার হাতে থাকা তরকারির কড়াইয়ে লাথি দেন। এতে গরম তরকারিতে মাছুরার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

মাছুরার স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দগ্ধ মাছুরা জানান, তার স্বামী কিছুদিন আগে তাকে বেধরক মারপিট করে। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ হাসপাতালে যায়। তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।