
ডেস্ক রিপোর্ট:
সৌদি আরবে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ছয়জনের মৃত্যু হলো।সোমবার (১২ মে) হজ পোর্টালে পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ গত শুক্রবার (১০ মে) মো. ফয়েজ উদ্দিন (৭২) নামের এক হজযাত্রী মদিনায় মারা যান। তার বাড়ি নীলফামারী জেলায়। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
তার আগে মো. হাফেজ উদ্দিন (৭৩) নামের এক হজযাত্রী মক্কায় মারা যান। তার বাড়ি জামালপুরের বকশীগঞ্জে।
গত ২৯ এপ্রিল রাজবাড়ীর মো. খলিলুর রহমান, ২ মে কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, ৫ মে পঞ্চগড়ের আল হামিদা বানু ও ৭ মে ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর নামের হজযাত্রীদের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত ৩৮ হাজার ৫৭০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।