সিডনিতে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদযাপিত

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুন ১০, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম 

বাংলাদেশ সোসাইটি- পূজা ও সংস্কৃতির উদ্যোগে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী পালন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ আয়োজনের উদ্বোধন করেন পূজা কমিটির সভাপতি রথীন্দ্র নাথ ঢালী।

আয়োজনের প্রাথমিক ধাপে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনায় ফুটিয়ে তোলা হয় ভিন্ন আবহ। শুরুতেই বিএসপিসি বাংলা স্কুলের পরিবেশনায় কবিতা, গান, সেই সঙ্গে মনোমুগ্ধকর নাচ মুগ্ধ করে দর্শকদের।

শিশু-কিশোরদের পরে শুরু হয় বিএসপিসির সদস্যদের নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা। তাদের কবিতা আর গানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় তিন কবিকে। বিরতির পর গান করেন শিল্পী সিরাজুস সালেকিন এবং সংগীত শিল্পী অদিতি শ্রেয়সী বড়ুয়া।
পরের পর্বে নৃত্য-কাব্যে রবীন্দ্রনাথ ও নজরুলকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয় ‘হৃদয়ে রবীন্দ্রনাথ – চেতনায় নজরুল’। এ পর্বে অংশগ্রহণ করেন প্রায় ৩০ জন কলাকুশলী। নেতৃত্ব দেন লরিনা নূপুর রোজারিও এবং শুক্লা ভক্ত, নৃত্যে কোরিওগ্রাফিতে ছিলেন প্রজ্ঞা বর্ণিকা কর্মকার ও শ্রেয়সী দাস। সার্বিক উপস্থাপনায় ছিলেন বিএসপিসির সাংস্কৃতিক সম্পাদিকা দেবযানী রায় চৌধুরী।

পরে বিশ্ববীণার শিল্পীদের গান দিয়ে শেষ হয় রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী ২০২৪।