সাবেক এমপি স্ত্রীর ওপর ভর করে স্বামীর দুর্নীতি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই মামলা

নিজেস্ব প্রতিবেদক:
অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বরিশালের সাবেক এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তাঁর স্বামী মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম মামলা করেন রুবিনার বিরুদ্ধে এবং সহকারী পরিচালক আনোয়ার হোসেন মামলা করেন মোশারফের বিরুদ্ধে। দুদক ঢাকা-১ কার্যালয়ে মামলা দুটি করা হয়।
গতকাল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দুদক মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন। তিনি বলেন, দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলা দুটি করা হয়েছে।
দুদক সূত্র জানায়, সাধারণত দেখা যায়, স্বামীর সহায়তায় স্ত্রী দুর্নীতি করেছেন বা স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রী সম্পদের মালিক হয়েছেন। কিন্তু এ ঘটনায় দেখা গেছে, স্ত্রী রুবিনার সহায়তায় স্বামী মোশারফ দুর্নীতি করেছেন এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
এজাহারে বলা হয়, রুবিনার নামে ১ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তাঁর নিজ নামের ১০টি ব্যাংক হিসাবে ১৩৯ কোটি ৩৫ লাখ টাকা জমা ও ১৩৯ কোটি ১৬ লাখ টাকা উত্তোলনসহ মোট ২৭৮ কোটি ৫২ লাখ টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে। তিনি সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।
মোশারফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ২৬ লাখ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ করা হয়েছে। তাঁর নামের তিনটি ব্যাংক হিসাবে ১৮ কোটি ৪৪ লাখ টাকা জমা এবং ১৮ কোটি ২৯ লাখ টাকা উত্তোলনসহ মোট ৩৬ কোটি ৭৪ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। দুদকের অনুসন্ধানে কোনো চাকরি বা ব্যবসার তথ্য পাওয়া যায়নি। এমপি স্ত্রীর সহায়তায় মোশারফ দুর্নীতির মাধ্যমে ওই সম্পদের মালিক হন। স্বামীকে দুর্নীতিতে সহায়তা করার অভিযোগে এই মামলায় স্ত্রী রুবিনাকেও আসামি করা হয়েছে।