সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ১০ম শ্রেণির ছাত্র গ্রেপ্তার

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাকিবুল হাসান লিখন নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার কুন্দইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান লিখন কুন্দইল গ্রামের শাহালম সরদারের বড় ছেলে। সে বিলচলন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিদ্যালয়ের টিফিন বিরতির সময় একই বিদ্যালয়ের ছাত্র রাকিবুল ওই ছাত্রীকে বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে বান্ধবীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।