শাহবাগে বিক্ষোভ ‘নিষিদ্ধ আ. লীগ’ স্লোগানে জড়ো হচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে শাহবাগে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
শনিবার (১০ মে) বেলা ১২টায় শাহবাগে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
এসময় তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করেন শাহবাগ চত্বর। স্লোগানগুলোর মধ্যে ছিল- ‘চারদিকে খবর দে- আওয়ামী লীগের কবর দে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায়-ভেসে যাবে অন্যায়, আবু সাইদ-মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ, চলছে লড়াই-চলবে।’
বিক্ষোভকারীদের একজন আব্দুল আলিম। তিনি বলেন, ‘বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা চলবে না। ভারতের প্রেসক্রিপশনে দেশ চলতে পারে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ না সরকার তাদের গণহত্যার দায়ে অভিযুক্ত করে, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না। মে মাসের এই তপ্ত রোদে শাহবাগ থেকে আওয়ামী লীগের পতনের ধ্বনি শুনে যেতে চাই।’
যান চলাচল বন্ধ
ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। গতকালের মতো আজও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টায় আন্দোলন শুরু হয়। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেওয়ার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগে এসে অবরোধ শুরু করেন। সারা রাত সেখানে অবস্থান করেন তারা।রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের আহ্বান জানান এবং অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন।