লেবানন ম্যাচে ৩ পয়েন্টই চান জামাল

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুন ১০, ২০২৪

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট দল আজ (সোমবার) টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। অন্যদিকে, ফুটবল দল আগামীকাল (মঙ্গলবার) কাতারে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে লেবাননের মুখোমুখি হওয়ার অপেক্ষায়। ম্যাচের আগেরদিন আজ সন্ধ্যায় বাংলাদেশ ম্যাচ ভেন্যু খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবে। বিশ্বকাপ ভেন্যুতে খেলার অভিজ্ঞতা অর্জন করবে আগামীকাল।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আজ মধ্যরাতে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেই বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার বার্তা প্রেরণ করেছে বাফুফে। সেই বার্তায় বাংলাদেশ অধিনায়ক লেবাননের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার প্রত্যাশাই ব্যক্ত করেছেন,‌ ‘আমাদের লক্ষ্য হচ্ছে ৩ পয়েন্ট। লেবানন বড় চ্যালেঞ্জ। গেল কয়েকদিন আমরা তাদের বিশ্লেষণ করেছি। আমরা কিভাবে খেলব, সেভাবেই অনুশীলন করেছি।’

বাংলাদেশ সর্বশেষ ম্যাচে হোমে বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার কাছে ০-২ গোলে হেরেছে। সেই ম্যাচ অনুপ্রেরণা হলেও এই ম্যাচকে আলাদাভাবে দেখছেন অধিনায়ক,‌ ‘লেবানন ও অস্ট্রেলিয়া পুরোপুরি ব্যতিক্রমী দল। আমরা ভাল নৈপুণ্য প্রদর্শনের চেষ্টা করব। আমাদের সকলের বিশ্বাস আছে যে, আমরা তিন পয়েন্ট নিতে পারি।’
বাংলাদেশ হোম ম্যাচে লেবাননকে ১-১ গোলে রুখে দিয়েছিল। নভেম্বরের সেই ম্যাচের পর লেবাননের ফুটবলে অনেক পরিবর্তন এসেছে, বিশেষ করে কোচিংয়ে। জামাল ভূঁইয়া এটা বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন, ‘লেবানন অল্প সময়ের মধ্যে তিনটা কোচ বদলেছে। বারবার পরিবর্তন করলে গোছালো ভাবটা থাকে না। এটা নিয়েও আমরা আলোচনা করেছি। তাদের শক্তি ও দূর্বলতার বিষয় নিয়েও আলোচনা করেছি। সে জায়গাগুলোতে আঘাত করতে পারলে আমরা ইতিবাচক ফল পাব বলে আমি মনে করি।’
বিদেশের মাটিতে বাংলাদেশ ফুটবল দলের খেলা হলে প্রবাসীরা ছুটে যান। বিশেষ করে মধ্যপ্রাচ্যে খেলা থাকলে তো স্টেডিয়াম ভর্তিই থাকে। কাতার প্রবাসীদের আগামীকাল স্টেডিয়ামে আসার আহ্বান জানিয়েছেন জামাল, ‘কাতারে অনেক বাংলাদেশী আছে। তাদের কাছে বলব, দলের জন্য দোয়া করেন। স্টেডিয়ামে এসে দলকে সাপোর্ট করেন।’