‘রাত দশটায় একযোগে আজান হয়েছে ছাত্রসেনার আহ্বানে’

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২০

ইসলামী ছাত্রসেনার আহ্বানে সারাদেশে একযোগে সারাদেশে আজান হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনগত রাত দুইটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছে ছাত্রসেনা। প্রসঙ্গত, বাংলাদেশের বিভিন্ন এলাকায় রাত ১০টার পর আজান দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই আজান দেওয়ার ঘটনার দুই ঘণ্টা পর ছাত্রসেনার প্রেস রিলিজ এলো ।

সংগঠনের দফতর সম্পাদক মুহাম্মদ মফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অতিরিক্ত ঝড়, বৃষ্টি কিংবা মহামারি থেকে বাঁচতে আজান দেওয়া মুস্তাহাব। তাই করোনার মতো মহামারি হতে আল্লাহর রহমত প্রত্যাশায় ২৬ মার্চ রাতে একযোগে সম্মিলিতভাবে ও এককভাবে রাত ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার পক্ষ থেকে আজান দেওয়ার কর্মসূচি দেওয়া হয় ।’
এতে বলা হয়, ‘এই কর্মসূচির সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলার কয়েকশ মসজিদসহ ব্যক্তি পর্যায়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ সংহতি প্রকাশ করে আজান পরিবেশন করেন।’