
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় একটি আম বাগান থেকে সাদেক আলী (৫০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ মে) রাত ১১টার দিকে উপজেলার আরিফপুর গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সাদেক আলী ওই গ্রামের নুর হালদাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদেক আলী তার দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগমের সঙ্গে পাশ্ববর্তী গ্রাম চন্ডিপুরে থাকতেন। তবে তার নিজ বাড়ি আরিফপুরে হওয়ার সুবাদে প্রায় ওই বাগানটির মোড়ে আড্ডা দিতেন। সবশেষ মঙ্গলবার রাত ১১টার দিকে তার মরদেহ আম বাগানের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই সাদেক আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় সাদেক আলীর পরিবার একটি অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।