রাজশাহীতে ঢাকাগামী ‘বনলতা এক্সপ্রেস’ লাইনচ্যুত

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

রাজশাহী প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে প্রবেশ করার সময় লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিয়ে ট্রেনটির একটি বগি লাইন থেকে ছিটকে যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। পরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়। তবে এ দুর্ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্রটি জানায়, পরে উদ্ধারকারী টিমকে খবর দেওয়া হয়। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে। ট্রেন লাইনচ্যুতির ফলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর রুটের ট্রেন চলাচল বন্ধ আছে। আর ঘণ্টা খানেকের মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ হতে পারে।

ট্রেনটির যাত্রীরা বলেন, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে বনলতা এক্সপ্রেস। রাজশাহী রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মের কাছে ঢুকেও যায়। এমন সময় একটি কোচের চাকা ভেঙে লাইনচ্যুত হয় ট্রেনটি। এ সময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে বগি থেকে নেমে যান যাত্রীরা। পরে রেলের লোকজন ঘটনাস্থলে আসেন।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লাইনচ্যুত হওয়ায় বনলতার যাত্রায় বিলম্ব হবে। পরে বিস্তারিত জানানো হবে। তবে অন্য ট্রেনের যাত্রায় কোনো সমস্যা নেই।