
ডেস্ক রিপোর্ট:
বর্তমান সময়ে মোটরসাইকেল আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বাহন হয়ে উঠেছে। তবে দ্রুতগামী এই যানটি চালাতে হলে যে বিষয়গুলো অবশ্যই বিবেচনায় রাখা দরকার, তারমধ্যে অন্যতম হলো লুকিং গ্লাসের ব্যবহার।অনেক সময় দেখা যায়, মোটরসাইকেল চালকেরা এই ছোট অথচ গুরুত্বপূর্ণ উপকরণটি অবহেলা করেন, যা হতে পারে ভয়াবহ দুর্ঘটনার কারণ।
তাই মোটরসাইকেলের লুকিং গ্লাসের সঠিক অবস্থান ও এর প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। সড়ক নিরাপত্তায় মোটরসাইকেলের লুকিং গ্লাসের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অধিকাংশ চালকই এ বিষয়টিকে গুরুত্ব দেন না।
লুকিং গ্লাস মূলত চালককে পিছনের যানবাহনের অবস্থান বুঝতে সহায়তা করে, যা ওভারটেকিং, লেন পরিবর্তন কিংবা মোড় নেওয়ার সময় নিরাপত্তা নিশ্চিত করে। এটি সাধারণত মোটরসাইকেলের হ্যান্ডেল বারের দুই পাশে সুনির্দিষ্ট উচ্চতায় লাগানো থাকে, যাতে চালক সহজেই না ঘুরে পেছনের দৃশ্য দেখতে পারেন।
সঠিকভাবে স্থাপন না করলে লুকিং গ্লাস কার্যকর হয় না, বরং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনার অন্যতম কারণ পেছনের যানবাহনের গতিবিধি সম্পর্কে সচেতন না থাকা। অনেক চালকই শখের বশে বা মোটরসাইকেলের সৌন্দর্য বাড়াতে লুকিং গ্লাস খুলে ফেলেন, যা আইনত দণ্ডনীয় এবং ঝুঁকিপূর্ণ। তাই পথচারী ও চালকদের নিরাপত্তার স্বার্থে লুকিং গ্লাসের সঠিক অবস্থান ও ব্যবহার নিশ্চিত করা জরুরি।
মোটরসাইকেল রাইডের ক্ষেত্রে প্রতি ৬ সেকেন্ড পরপর লুকিং গ্লাস দেখার নিয়ম। লুকিং গ্লাসের জন্য সবচেয়ে ভালো পজিশন হচ্ছে, মোটরসাইকেল স্থির অবস্থায় লুকিং গ্লাসের বাম পাশের ৫০ শতাংশ অংশে আপনাকে দেখা যাবে পাশাপাশি নিচের ২৫ শতাংশ অংশে পিছনের রাস্তা দেখা যাবে। বাকি ২৫ শতাংশ দিয়ে আপনি পিছনের উপরের জিনিস ল্যাম্প পোস্ট বা আকাশ দেখতে পাবেন, এটি সবচেয়ে আদর্শ ও সহজ উপায় এবং এর কারণে মোটরসাইকেল রাইড করার সময় পিছের সব যানবাহন সহজেই দেখতে পাবেন।
মোটরসাইকেল রাইড করার পূর্বে লুকিং গ্লাসের পজিশন ঠিক করে নিন। লুকিং গ্লাস সবসময় টাইট করে রাখবেন, কারণ ভাঙা রাস্তায় যাওয়ার সময় এর পজিশন চেঞ্জ হয়ে যেতে পারে। রাইড চালু করার সময় বিশেষ করে হাইওয়েতে বেশি স্পিডে রাইড করার ক্ষেত্রে লুকিং গ্লাসের পজিশন ঠিক করতে যাবেন না কারণ বাংলাদেশের রাস্তায় যে কোন দিক থেকে যে কোন বাহন চলে আসতে পারে তাই মোটরসাইকেলের স্পিড কমিয়ে বা থামিয়ে লুকিং গ্লাসের পজিশন আপনার মাপ মত করে নিবেন।