মেহেরপুরে চেয়ারম্যানে অনাস্থা সদস্যদের

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক:

অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারী আচরণের অভিযোগে সদরের আমদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন সদস্যরা।

রোববার (৯ জুন) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অনাস্থা প্রস্তাব দেন ১১ জন সদস্য। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের কাছে অনাস্থা প্রস্তাবের আবেদন জমা দেন তারা।

পরিষদের প্যানেল চেয়ারম্যান দরুদ আলীর নেতৃত্বে অনাস্থা প্রস্তাবের আবেদন জমা দেওয়া হয়। এর আগে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে সাংবাদিকদের সামনে অনাস্থা প্রস্তাবের লিখিত বক্তব্য পাঠ করেইউপি সদস্যরা।দশটি ভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমান চেয়ারম্যান রওশন আলীর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বক্তব্যে হতদরিদ্রদের ৪০ দিনের কর্মসূচিতে অনিয়ম, ১ শতাংশ ভূমি উন্নয়ন কর ও টিআর প্রকল্পে অর্থ আত্মসাৎ, ফুটবল, সেলাই মেশিন, সার ও বীজ বিতরণে দুর্নীতিসহ নানা অভিযোগ করেন ইউপি সদস্যরা। এছাড়াও ক্যাডার বাহিনীর দিয়ে ইউনিয়ন পরিষদকে প্রভাবিত করার অভিযোগও আনেন তারা।