মেলেনি সমাবেশের অনুমতি: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, আজ সোমবার (৩০ ডিসেম্বর) পূর্বঘোষিত সমাবেশের অনুমতি পায়নি দলটি।

সকাল ১১টায় সরেজমিনে দেখা যায়, অন্য দিনের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে দিনটিকে ‘কালো দিবস’ উল্লেখ করে আজ সোমবার নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল দলটি। এজন্য পুলিশের অনুমতি চাইলেও সকাল ১১টা পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ পর্যন্ত সমাবেশ করতে দেবে কি-না তা বলা যাচ্ছে না।