মাগুরারয় দুদল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

মাগুরার সদর উপজেলার বরই গ্রামে দুদল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে । শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে।

নিহত ডাকাতের নাম মিন্টু গাজী (৪২) । সে নড়াইলের লোহাগড়ার ফায়েক গাজীর ছেলে। এই সময় পুলিশ ঘঁটনাস্থল থেকে একটি স্যুটার গান , গুলির খোসা , ১টি রামদা , ১টি ছ্যানদা উদ্ধার করেছে ।

আরও পড়ুন : অভয়নগরে ভ্যানচোর সন্দেহে পিটিয়ে হত্যা

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাইদুর রহমান জানান, জেলার সদর উপজেলার বরই গ্রাম এলাকায় রাত দেড়টার টার দিকে দুদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের খবরে পুলিশ ঘঁটনাস্থলে যায় এবং সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় । পরে জানা যায় সে একজন ডাকাত । তার নাম মিন্টু গাজী । এই সময় ঘঁটনাস্থল থেকে একটি স্যুটারগান , গুলির খোসা , ১টি রামদা , একটি ছ্যানদা উদ্ধার করা হয় । লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০শর্য্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । পুলিশী তদন্ত চলছে ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, নিহত ডাকাতের পরিচয় জানা গেছে তার নাম মিন্টু গাজী (৪২) । সে নড়াইলের লোহাগড়ার ফায়েক গাজীর ছেলে।