
সিলেট প্রতিনিধি:
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভিন্ন মাত্রায় পালিত হচ্ছে ইসলামী মহাসাধক শাহজালাল (রহ.)-এর ৭০৬তম বার্ষিক ওরস। প্রতিবছর হিজরি সনের জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখ ওরস অনুষ্ঠিত হয়।
চিরায়ত নিয়ম অনুযায়ী সকালে মাজারে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে দু’দিনব্যাপী ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এবার মাজার কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ সরাসরি মাজারে গিলাফ ছড়ানোর সুযোগ পায়নি। তবে ভক্তরা আগের মতো উৎসব করে গিলাফ নিয়ে মাজারে প্রবেশ করেন।
অন্যান্য বছর ওরস উপলক্ষে দিন-রাত মাজার প্রাঙ্গণেই থাকতেন ভক্তরা। চলত শামিয়ানা টানিয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠান। এবারের আয়োজন সেখানে ছিল কিছুটা ব্যতিক্রম। ওরসকে কেন্দ্র করে গানবাজনার পাশাপাশি প্রচলিত অনেক উদযাপনই রহিত করা হয়।
ওরস সামনে রেখে ভক্ত-আশেকানরা শনিবার থেকেই এই মহান দরবেশের মাজার প্রাঙ্গণে আসতে শুরু করেন। রোববার বিকেলে দেখা গেছে, দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন মাজারে জড়ো হচ্ছেন। হাজার হাজার ভক্তের মিলনমেলায় পরিণত হয় মাজার এলাকা।
মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, ওরসে মিলাদ মাহফিল, জিকির আসকার, খতমে কোরআন চলবে রোববার গভীর রাত পর্যন্ত। সোমবার ভোররাতে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মধ্য দিয়ে শেষ হবে দু’দিনব্যাপী ওরসের আনুষ্ঠানিকতা।
এদিকে, ওরস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মাজার এলাকায় সিসিটিভিসহ প্রতিটি ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ ছাড়া মাজার কর্তৃপক্ষ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রেখেছে।
এসএমপি কমিশনার রেজাউল করিম জানিয়েছেন, এবার মাজারে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ওরস অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ প্রশাসন, মাজার কর্তৃপক্ষ সবাই সহায়তা করছে।