
ডেস্ক রিপোর্ট:
সন্ত্রাস মোকাবেলায় ভারতের উচিত সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের পথ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন শীর্ষ মার্কিন নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন। ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ পরামর্শ দেন।
তিনি বলেন, ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ডের পর গোল্ডা মেয়ার যেভাবে বিশ্বজুড়ে সন্ত্রাসীদের নির্মূল করেছিলেন, তেমন কৌশল ভারতেরও নেওয়া উচিত। সেই সময় ইসরায়েল প্রায় সাত বছর ধরে বিশ্বজুড়ে সন্ত্রাসীদের খুঁজে বের করে হত্যা করে।
প্রসঙ্গত, ১৯৭২ সালে ব্ল্যাক সেপ্টেম্বর নামের ফিলিস্তিনি সংগঠন মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের জিম্মি করে। ব্যর্থ উদ্ধার অভিযানে নিহত হয় ১১ জন ইসরায়েলি, পাঁচ সন্ত্রাসী ও এক জার্মান পুলিশ। এরপরই ইসরায়েল চালু করে ‘অপারেশন র্যাথ অব গড’।
সম্প্রতি কাশ্মীরের পাহেলগামে পাকিস্তান-ঘনিষ্ঠ সন্ত্রাসীদের হামলায় নিহত হয় ২৬ জন পর্যটক। হামলার আগে পর্যটকদের ধর্ম জানতে চাওয়া হয় এবং ইসলাম অনুসারী না হলে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। হামলাকারীরা বলেছিল, ‘গিয়ে মোদিকে বলো।’ হামলার পেছনে ছিল পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির-এর সাম্প্রদায়িক বক্তব্য।
এ হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত সন্ত্রাসীদের এবং তাদের পৃষ্ঠপোষকদের শাস্তি দেবে, এমন শাস্তি যা তারা কল্পনাও করতে পারবে না।
বিশ্লেষক রুবিন মনে করেন, সন্ত্রাস মোকাবেলায় শুধু সামরিক শক্তি নয়, দীর্ঘমেয়াদি কৌশল জরুরি। তিনি বলেন, ‘যখন কূটনীতিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে, তখনই সন্ত্রাসীরা পুনর্গঠিত হয়। এভাবে সন্ত্রাসের চক্র বারবার ফিরে আসে।’
রুবিন পাকিস্তানের সমালোচনা করে বলেন, পাকিস্তান একদিকে বলে সন্ত্রাসীদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, অন্যদিকে তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। যদি তারা সত্যিই সন্ত্রাসে মদতদানের অভিযোগ অস্বীকার করে, তবে তাদের উচিত সব সন্ত্রাসী ঘাঁটি বন্ধ করা এবং যেকোনো সন্ত্রাসীকে হস্তান্তর করা, যদি তারা সামরিক পোশাক পরিহিতও হয়।
তিনি ভারতের প্রতিক্রিয়া ও কৌশলগত সংযমের প্রশংসা করে বলেন, ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্টভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। অপারেশন সিন্দুর শুরু করতে কিছুটা সময় লাগলেও এর নেপথ্যে ছিল সুপরিকল্পিত সামরিক কৌশল। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে একাধিক সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল, তবে সবগুলো প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।