বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি গঠন

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম 

দ্বাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) এ কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি করা হয়েছে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। সদস্য হিসেবে আছেন– ভারপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী মুহম্মদ ফারুক খান, কক্সবাজার-২ আশেকুল্লাহ রফিক, লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খান, বাগেরহাট-২ শেখ তন্ময়, চট্টগ্রাম-১০ মহিউদ্দিন বাচ্চু, মৌলভীবাজার-২ শফিউল আলম নাদেল ও ঢাকা-১৯ খসরু চৌধুরী।

রবিবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় বৈঠকে ১২টি সংসদীয় কমিটি গঠন করা হয়। এর মধ্যে ছয়টি সংসদ সম্পর্কিত এবং বাকি ছয়টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কার্য-উপদেষ্টা কমিটি ও সংসদ কমিটি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর মনোনয়নে গঠিত হয়। অন্যগুলো সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাব করেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়।