বিশ্বে প্রতিদিন পাঁচজনে একজন মারা যাচ্ছে রক্তদূষণের কারণে

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০

রোগটি ‘সেপসিস’ বা ‘রক্তের বিষ’ হিসেবেও পরিচিত। শনাক্ত করা কঠিন বলে এটিকে ‘গুপ্তঘাতক’ বলা হয়ে থাকে। সম্প্রতি এক প্রতিবেদন থেকে জানা যায়, বছরে ১ কোটি ১০ লাখ মানুষ সেপসিসে মারা যাচ্ছে, যে সংখ্যাটি ক্যান্সারে মৃত্যুর সংখ্যার চেয়েও বেশি। বিবিসি

বৈশ্বিক হিসাবে দেখা যায়, সেপসিসে আক্রান্ত হয়েছে এক কোটি ৯০ লাখ মানুষ, যার মধ্যে মৃত্যু হয়েছে ৫০ লাখের। কেবলমাত্র মুষ্টিমেয় পশ্চিমা দেশগুলির উপর ভিত্তি করে এই পরিসংখ্যান দেখানো হয়। সামগ্রিকভাবে ১৯৫ টি দেশের মেডিকেল রেকর্ডের ভিত্তিতে প্রকাশিত বিশ্লেষণে দেখা যায়, বছরে চার কোটি ৯০ লাখ মানুষ সেপসিসে আক্রান্ত হয়।

নিম্ন-মধ্যম আয়ের মানুষরাই এই রোগে বেশি আক্রান্ত হন। ৫ বছরের কম বয়সী ১০ শিশুর মধ্যে চারজনের সেপসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। স্পেন, ফ্রান্স এবং কানাডার মতো দেশের চেয়ে ব্রিটেনে সেপসিসে মৃত্যুর হার বেশি। প্রতি বছর যুক্তরাজ্যে সেপসিসের কারণে প্রায় ৪৮ হাজার মানুষ মারা যান।