বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা গেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইউনুস সাংবাদিকদের বলেন, ‘শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল ও ঢিল ছোঁড়ে। তবে এতে দলের কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’
তিনি আরও জানান, হামলার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার দুই সিটির ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যায়। তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের মিছিলকে লক্ষ্য করে ‘ভোট চোর’, ‘ভোট চোর’ স্লোগান দেন। এর পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও মিছিল নিয়ে এসে বিএনপির কার্যালয়ে হামলা চালান।
বিএনপির এক নেতা জানান, হামলার খবর সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।