বাধার মুখে করোনা আক্রান্তদের জন্য আকিজ গ্রুপের উদ্যোগে হাসপাতাল তৈরির কাজ বন্ধ

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আকিজ গ্রুপের উদ্যোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় হাসপাতাল তৈরিতে বাধা দিয়েছে স্থানীয়রা। প্রতিরোধের মুখে অস্থায়ী হাসপাতালটি নির্মাণের কার্যক্রম বন্ধ রেখেছে আকিজ গ্রুপ।

শনিবার (২৮ মার্চ) দুপুরে স্থানীয়রা তেজগাঁও শিল্পাঞ্চলে বিক্ষোভ করে। এসময় তারা সড়ক অবরোধ ও ভাঙচুর করেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, ‘স্থানীয়রা এখানে হাসপাতাল চান না বলে বিক্ষোভ করেছেন। এখানকার জনপ্রতিনিধিরাও বিষয়টি জেনেছেন। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক। সবাই চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।’
উল্লেখ্য, করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে একটি বিশেষ হাসপাতাল তৈরির ঘোষণা দেয় আকিজ গ্রুপ। সেই অনুযায়ী তেজগাঁওয়ে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেছিল তারা। তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশেে পর স্থানীয়রা বিক্ষোভ করেন।