বাংলাদেশের ফুটবল ভক্তদের উদ্দেশে যা বললেন সামিত

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা সামিত সোম বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ক্লিয়ারেন্স পেয়েছেন। ফলে ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে বাধা নেই সামিতের।

ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর পর সামিতকে নিয়ে বেশ আগ্রহী ছিলেন দেশের ফুটবল ভক্তরা। বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হয়ে সামিত স্মরণ করেছেন সেসব ভক্তদের।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেইজের এক ভিডিওবার্তায় সামিত বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ফুটবলের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি। সবাইকে তাদের অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ। ধন্যবাদ তাদেরকে যারা প্রক্রিয়া দ্রুত করতে সাহায্য করেছেন আর একে (বাংলাদেশের হয়ে খেলা) সম্ভব করে তুলেছেন। ধন্যবাদ।’

 

আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেই অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে সামিতের। একইদিনে ঘরের মাঠে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী।