‘বলিউড জঘন্য জায়গা’, কান্নায় ভেঙে পড়লেন ইরফান পুত্র

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয়। মাঝেমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। তবে হঠাৎই তার একটি ভিডিও নিয়ে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। যেখানে অঝোরে কাঁদতে দেখা গিয়েছে বাবিলকে।

সে ভিডিও বার্তায় বলিউডের একাধিক তারকার ওপর ক্ষোভ ঝেড়ে বৈষম্যের শিকার বলে দাবি করেন তিনি। তবে এর কিছুক্ষণ পরেই অন্তর্জালকে বিদায় জানিয়ে নিজের আইডি ডিলেট করে দেন অভিনেতা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার (৪ মে) সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন বাবিল খান। সেখানে তিনি বলেন, বলিউড একটা খুব খারাপ জায়গা। এখানে সবাই খুব রূঢ়।

এরপরই একাধিক তারকার ওপর ক্ষোভ ঝেড়ে বাবিল বলেন, আমি একটা কথাই আপনাদের বলতে চাই। এই বলিউডেই শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুরদের মতো লোকজন রয়েছেন। এমনকি অরিজিৎ সিং। তারা সবাই খুব রূঢ়।

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, আমার এই বলিউডকে অনেক কিছু দেওয়ার আছে। অথচ বলিউডের মতো ভুয়া জায়গা আর একটাও নেই। তবে কিছু ভালো মানুষও রয়েছেন। যারা বলিউডকে ভালো করে গড়ে তুলতে চান।

এদিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে। ভিডিওটিতে নেটিজেনরা মন্তব্যের ঘরে লেখেন, বাবিলের প্রতি বলিউডের শিল্পীরা যেন সহানুভূতিশীল হন এবং তাকে বোঝার চেষ্টা করেন।

অনেকে আবার প্রশ্ন তোলে লেখেন, ঠিক কী ঘটেছে তার জীবনে, কেন নিজেকে এতটা অসহায় মনে করছেন ইরফানপুত্র?

এর কিছুক্ষণ পরই বাবিলের আপলোড করা ভিডিও ডিলেট হয়ে যায়। ইনস্টাগ্রাম আইডিটিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না।