বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

সানজিদা মাহবুবা:

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের একদফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সোমবার (৫ মে) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন, শিক্ষার্থীদের ২২ দফা দাবি বাস্তবায়ন না হওয়া, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদ জানিয়ে তার অপসারণ দাবি করেন।

অবিলম্বে উপাচার্যকে অপসারণ না করা হলে বিশ্ববিদ্যালয়সহ গোটা দক্ষিণাঞ্চল শাটডাউন করে দেয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এছাড়া ক্যান্সার আক্রান্ত ববি শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমি উপাচার্যের কাছে সহায়তা চেয়েও না পেয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা তুলে তীব্র প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

যৌক্তিক আন্দোলন দমন করার জন্য শিক্ষার্থীদের নামে মামলা দিচ্ছেন জানিয়ে তারা বলেন, অধ্যাপক ড. শূচিতা শারমিন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন করে চলেছে।