বইমেলায় ‘মওলানা আবুল কালাম আযাদ’কে নিয়ে ড. এ. সালামের গবেষণাগ্রন্থ

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে ‘মওলানা আবুল কালাম আযাদ: মানবতাবাদী রাজনীতিক ও সাহিত্যিক’ প্রকাশ করেছে বাংলাদেশ কো-অপারেটিভ সোসাইটি। পাবেন তাদের ৭৬৯ নম্বর স্টলে। মূল্য ৩৫০ টাকা।

বইটি জানা যাবে, ভারত-পাকিস্তান রাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনের পুরোটা জুড়েই মওলানা আবুল কালাম আযাদের সরব ভূমিকা ভারতের স্বাধীনতা আন্দোলন সফল করতে কাজ করেছে। ভারতের স্বাধীনতা পর্বে মহাত্মা গান্ধী কেমন ভারত চেয়েছেন? জওহরলাল নেহরু কেমন ভারত চেয়েছেন? পাশাপাশি উপমহাদেশের সকল মানবতার কল্যাণে মওলানা আবুল কালাম আযাদ কেমন ভারত প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তার আদ্যোপান্ত ইতিহাস এ বইতে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া বইটিতে স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি পর্বে মওলানা আবুল কালাম আযাদের সাংবাদিকতা, লেখালেখি ও অন্যান্য সমাজকল্যাণমূলক কার্যাবলি সম্পর্কে জানতে এ বইটি অত্যন্ত সহায়ক হবে। কারণ এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে একটি এম.ফিল গবেষণা কর্মের পুস্তকরূপ।