ফের ঢাবির মধুর ক্যান্টিনের পাশে ককটেল বিস্ফোরণ

ক্যান্টিনের ১ কর্মচারী আহত

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে ক্যান্টিনের এক কর্মচারী আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টার ব্যবধানে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটল।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকের ক্যান্টিনের পাশে গোলঘরে ককটেল বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কে বা কারা সকালে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলের স্প্লিন্টারের আঘাতে মধুর ক্যান্টিনের এক কর্মচারী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী জানান, আহত মধুর ক্যান্টিনের কর্মচারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, রবিবার সকাল ৯টায় তিনটি ও সন্ধ্যায় ৭টায় ১টি ককটেল বিস্ফোরণ ঘটে।