ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে রুমা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টায় মধুখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা গ্রামের নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রুমা বেগম ওই গ্রামের সাগর ফকিরের স্ত্রী।
জানা গেছে, গৃহবধূ রুমাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেন তার নানী সোফিয়া বেগম। এতে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুখালী থানার এসআই নিজাম শেখ বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। পরবর্তী আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রুমার দুই বছরের ছেলে মাহমুদুল হাসান সাদাত ঠিক মত খাওয়া-দাওয়া না করায় স্বামী সাগর ফকির তাকে রাগারাগি করলে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।