প্লে-অফের আগে ব্যাঙ্গালুরু দলে বড় ধাক্কা, স্কোয়াডে রদবদল
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ক্রীড়া ডেস্ক :
ভক্ত, নামী মুখ কিংবা জৌলুশ নিয়ে তুলনা নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। আইপিএলের মাঠে প্রায় সবদিক থেকেই শীর্ষে থাকা নামটা ব্যাঙ্গালুরু। কিন্তু শিরোপার প্রশ্নে অনেকটাই পিছিয়ে আছে তারা। ১৭ আসর পেরিয়ে গেলেও শিরোপা পায়নি তারা। যদিও ১৮তম আসরে এখন পর্যন্ত দলটা আছে দারুণ ছন্দে। ভক্ত, নামী মুখ কিংবা জৌলুশ নিয়ে তুলনা নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। আইপিএলের মাঠে প্রায় সবদিক থেকেই শীর্ষে থাকা নামটা ব্যাঙ্গালুরু। কিন্তু শিরোপার প্রশ্নে অনেকটাই পিছিয়ে আছে তারা। ১৭ আসর পেরিয়ে গেলেও শিরোপা পায়নি তারা। যদিও ১৮তম আসরে এখন পর্যন্ত দলটা আছে দারুণ ছন্দে।
ব্যাঙ্গালুরুর টপ অর্ডারের অন্যতম বড় ভরসা ছিলেন পাডিকাল। এই মৌসুমের পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতোই। ১০ ম্যাচে দুই অর্ধশতক ও দেড়শর বেশি স্ট্রাইক রেটে ২৪৭ রান করেছেন তিনি। বিরাট কোহলি আর ফিল সল্টের ওপেনিং জুটি ব্যর্থ হলে পাডিকালেই ছিল নির্ভরতা। কিন্তু প্লে-অফের ঠিক আগে তার ছিটকে যাওয়া ব্যাঙ্গালুরুকে খানিক ভোগাতেই পারে।
পাডিকালের বদলি হিসেবে আরও এক অভিজ্ঞ নামকেই দলে নিয়েছে ব্যাঙ্গালুরু। একসময়ের আরসিবি তারকা মায়াঙ্ক আগরওয়াল ফের যুক্ত হয়েছেন এই দলে। এ জন্য ব্যাঙ্গালুরুকে খরচ করতে হয়েছে ১ কোটি রুপি। বাকি মৌসুম আগরওয়ালকেই দেখা যেতে পারে পাডিকালের রেখে যাওয়া টপঅর্ডার ভূমিকায়।আইপিএলে বেশ পরিচিত এক নাম মায়াঙ্ক আগারওয়াল। খেলেছেন ১২৭ ম্যাচ। তাতে ২৬৬১ রান করেছেন। আছে একটি সেঞ্চুরি এবং ১৩টি অর্ধশত রানের ইনিংস।