
বিনোদন ডেস্ক:
কথা কাটাকাটির জের ধরে প্রেমিকাকে বারংবার হুমকি দেওয়ার অভিযোগে আইনি বিপাকে পড়েছেন ‘অনুপমা’ খ্যাত অভিনেতা যতীন সুরি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, শুটিং সেট থেকে তাকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ মে) শুটিং সেটে আসেন অভিনেতার প্রেমিকা। দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারই মাঝে বারবার প্রেমিকাকে হুমকি দেওয়া হয়। তাতে অবাক হয়ে যান শুটিং সেটে থাকা বাকিরা। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে পুলিশকে খবর দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ যতীন সুরিকে আটক করে। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেতাকে। তবে পুলিশ তাকে কী জিজ্ঞাসাবাদ করেছে, প্রেমিকার অভিযোগ সত্যি কিনা, সে বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি অভিনেতা। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অভিনেতাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তেমনই আবার তরুণীর দাবিও সত্যি কিনা, সেটাও তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, ‘এক থা রাজা এক থি রানি’ এবং ‘সৌভাগ্যবতী ভব: নিয়ম অর শারতে লাগু’তে দেখা গেছে যতীনকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘অনুপমা’ সিরিয়ালে কাজ শুরু করেন। একসময় ‘অনুপমা’ সিরিয়াল নিয়ে মুখ খোলেন অভিনেতা।
তিনি দাবি করেন, তার বাড়ির সকলে এই সিরিয়ালটি দেখেন। অভিনেতার মা-ও অত্যন্ত খুশি হন ছেলে এই সিরিয়ালে কাজের সুযোগ পাওয়ায়। সব ঠিকঠাকই চলছিল। তারই মাঝে প্রেমিকার অভিযোগের ভিত্তিতে আইনি বিপাকে জড়ানোয় বেশ চাপে রয়েছেন অভিনেতা।