প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল মাঠের বালু বিক্রির অভিযোগ

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাচারতারা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র হালদারের বিরুদ্ধে স্কুল মাঠের বালু বিক্রির অভিযোগ উঠেছে।

 

বিদ্যালয়ের মাঠ থেকে বালু বিক্রির কারণে শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, দেড় বছর আগে বিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে দুই লাখ টাকা ব্যয় করে এ মাঠ ভরাট করা হয়।

 

গত দুদিন আগে এলাকার একটি রাস্তা নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে তিন লাখ টাকায় এই বালু প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র হালদার বিক্রি করেন। ঠিকাদার গত দুদিন ধরে বিদ্যালয়ের মাঠ থেকে বালু উত্তোলন করে নেয়।

 

বৃহস্পতিবার শিক্ষার্থী ও এলাকাবাসীর বাধার মুখে ঠিকাদারের বালু উত্তোলন বন্ধ হয়।

 

নাম প্রকাশ না করার শর্তে নবম ও দশম শ্রেণির কয়েক শিক্ষার্থী বলে, মাঠ থেকে বালু উত্তোলন করায় আমরা এখন আর বিদ্যালয় মাঠে খেলাধুলা করতে পারব না। আমরা চাই দ্রুত আমাদের মাঠটি ভরাট করে দেয়া হোক।

 

বিদ্যালয়টির প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র হালদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার উন্নয়নের জন্য ঠিকাদার বিদ্যালয়ের মাঠ থেকে বালু নিয়েছে। দু’একদিনের মধ্যে ঠিকাদার মাঠ ঠিক করে দেবে।

 

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি রীনা মণ্ডল বলেন, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র হালদারের বিরুদ্ধে নিয়োগবাণিজ্য, অর্থ আত্মোৎসহ নানা অভিযোগ রয়েছে।

 

অভিযোগ উঠেছে, তিনি বিদ্যালয়ের মাঠ থেকে বালু বিক্রি করেছেন। যেটি খুবই নিন্দনীয়।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান বলেন, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র হালদারের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে দেখা হবে। তিনি যদি দোষী হন, তা হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।