
ক্রীড়া ডেস্ক:
অভিষেক ম্যাচ প্রত্যেক ক্রীড়াবিদের জন্য বিশেষ। নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত কিছু করে স্মৃতির পাতায় তা রাঙিয়ে রাখতে চান সবাই। তবে সবার বেলায় ঘটে না একই চিত্র। কেউ পান প্রত্যাশিত সাফল্য কিংবা কেউ বা প্রমাণ করতে পারে না নিজেকে। তবে দানি রদ্রিগেজের এমন হৃদয়বিদারক অভিষেক কেউ প্রত্যাশা করেনি। অশ্রুশিক্ত চোখের মাঠ ছাড়ার পাশাপাশি সমর্থকদেরও ভাসিয়েছিলেন আবেগে।
শনিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। টানা ম্যাচ খেলায় এবং আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় দলের বেশির ভাগ খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন হ্যান্সি ফিক্ল। পরীক্ষানিরীক্ষা চালাতে শুরুর একাদশে ছিলেন মূল দলের ফরোয়ার্ড লাইনের কেউই। ম্যাচটিতে লামিনে ইয়ামালের জায়গা অভিষেক হয়েছে ১৯ বছর বয়সি দানি রদ্রিগেজের। তিনি খেলছেন স্প্যানিশ অনূর্ধ্ব-১৯ দলে।
ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা এই তরুণ উইঙ্গারকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেছিলেন, ‘সে এমন একজন খেলোয়াড় যাকে আমরা ভালোবাসি। সে ডানদিকে ৭ নম্বরে খেলবে। সে এখানে খুবই জনপ্রিয়।’
তবে ম্যাচের ৩৪ মিনিটের মাথায় বাম কাঁধের গুরুত্বর ইজুরিতে পড়েন রদ্রিগেজ। অভিষেক ম্যাচে এমন ইনজুরি মেনে নিয়ে পারেননি তিনি। তাই তো অশ্রুশিক্ত চোখ নিয়ে ছেড়েছেন মাঠ। মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী মাঠে দানি রদ্রিগেজের মাঠে ফিরতে তিন মাস সময় লাগতে পারে।
এমন অপ্রত্যাশিত অভিষেকের পর গুরুকে পাশে পাচ্ছেন রদ্রিগেজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অভিষিক্ত রদ্রিগেজকে নিয়ে হ্যান্সি ফ্লিক বলেন, ‘আমাদের তাকে ফিরে আসতে সাহায্য করতে হবে। আমাদের দলে তাকে সবসময় স্বাগত। কারণ সে দেখিয়েছে যে সে কতটা ভালো। আমরা তার সঙ্গে প্রশিক্ষণ নেব এবং তাকে আরো ভালো করে তুলতে সাহায্য করব। হয়তো সে একদিন আমাদের দলের অংশ হবে। সে তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে।’