পেরুতে বাস খাদে পড়ে ১৬ যাত্রী নিহত

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আয়াকুচো অঞ্চলের পাহাড়ি অঞ্চলে একটি বাস খাদে পড়ে ১৬ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকেই।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (১৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গাল্ফ।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ মে) সকালে পেরুর রাজধানী লিমা থেকে আয়াকুচো অঞ্চলের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। লিবার্তাদোরসের সর্পিলাকার হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল। এ সময় ১৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।
আয়াকুচো অঞ্চলের স্থানীয় কর্মকর্তা উইবার ভেগা এক সাক্ষাৎকারে জানান, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১৩ জন যাত্রীর মরদেহ উদ্ধার করতে পেরেছেন। এখনও তিনজনের মরদেহ বাসের নিচে চাপা পড়ে আছে। প্রতিকূল আবহাওয়ার জন্য তাদের উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।

পাহাড়ি অঞ্চলে এ ধরনের বাস দুর্ঘটনা নতুন কিছু না। এ জন্য চালকদের নিয়ন্ত্রণহীন বাস চালানো এবং দুর্গম পাহাড়ি রাস্তা দায়ী।

গত ৩০ এপ্রিল কাজামার্কা অঞ্চলে একটি বাস নদীর ধারে পড়ে অন্তত ২৫ যাত্রী নিহত হয়েছিলেন।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পেরুতে ৩ হাজার ১৩৮ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।