পূর্বাচলকে ডিএনসিসি ও ঢাকা ওয়াসাতে যুক্ত করতে চিঠি

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

নিজস্বপ্রতিবেদক :

পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অন্তর্ভুক্ত করতে চিঠি পাঠিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের সচিবকে সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে।

এতে বলা হয়, ‘পূর্বাচল নতুন শহর’ প্রকল্প এলাকায় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসাকে সম্পৃক্তকরণ বিষয়ে গত বছরের ১৯ সেপ্টেম্বর একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা ওয়াসার অধিভুক্ত এবং নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তিকরণের সুপারিশ গৃহীত হয়।
চিঠিতে আরও বলা হয়, ‘পূর্বাচল নতুন শহর’ প্রকল্প এলাকাকে বসবাস উপযোগী করার লক্ষ্যে এলাকার পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার অধিভুক্তকরণ এবং আবর্জনা অপসারণ ও রাস্তার পরিচ্ছন্নতা রক্ষা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার বৈদ্যুতিক লাইট স্থাপন, মেরামত ও ব্যবস্থাপনা, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদানসহ অন্যান্য নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।