পুলিশের হাতে ইউপি সদস্য লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

জেলা প্রতিনিধি ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে থানায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব কর্তৃক গালুয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাঈনুল ইসলাম টুটুলকে শারীরিকভাবে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মার্চ) সকালে থানার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ইউপি সদস্যরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্বারক লিপি দেন।মানববন্ধনে বক্তব্য রাখেন সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর ও ইউপি সদস্য তহিদুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা অভিযুক্ত এএসআই মাহবুবের প্রত্যাহার দাবি করেন।

লাঞ্ছিতের শিকার ভােরের কাগজের রাজাপুর প্রতিনিধি ও ইউপি সদস্য মাঈনুল ইসলাম টুটুল এ বিষয়ে বলেন, এলাকার মারামারির ঘটনা জানতে জনপ্রতিনিধি হিসেবে শিশু কন্যাকে কােলে নিয়ে থানায় গেলে ক্ষিপ্ত হয়ে এএসআই মাহবুব শারীরিকভাবে লাঞ্ছিত করেন।পুলিশের এএসআই মাহাবুব  বলেন, সালিশীর সময় থানার ভেতরে উভয় পক্ষই উত্তজিত ছিল। উভয় পক্ষকে শান্ত করছিলাম। এসময় হয়তােবা তার গায়ে ধাক্কা লাগতে পারে। তবে তাকে মারধর করা হয়নি।