পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

রাজধানীর পল্লবী এলাকায় চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত চালকের নাম বাচ্চু (৪৮)। শুক্রবার ভোরে পল্লবী ১২ নম্বর সেকশনের ডিওএইচএস মোড়ে এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে নয়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য‌ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহতের সহকর্মী বেলাল হোসেন জানান, তিনি আর বাচ্চু ঢাকা মেট্রো-দ ১১-১০ ৬৭ নম্বর অটোরিকশা দিনে ও রাতে ভাগাভাগি করে চালাতেন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাচ্চুর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সকালে পল্লবীর ১২ নম্বর ডিওএইচএস মোড়ে রাস্তায় তার মরদেহ পাওয়া যায়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় রায়েরবাজার কবরস্থানে তাকে দাফন করা হয়।

বেলাল বলেন, ছিনতাইকারীরা বাচ্চুকে হত্যা করে সিএনজি অটোরিকশাটি নিয়ে গেছে। এ বিষয়ে শনিবার পল্লবী থানায় মামলা করা হবে।

নিহতের গ্রামের বাড়ি ভোলার লালমোহনে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বছিলার শাহজালাল হাউজিং এলাকায় থাকতেন।