নৌকা থেকে ২ লাখ ইয়াবা জব্দ

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকা থেকে পাচারের সময় দুই লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ওই সময় ইয়াবা পাচারে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সূত্রে ইয়াবা পাচারের তথ্য জানতে পেরে কোস্টগার্ডের একটি দল গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে কর্ণফুলী নদীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট–সংলগ্ন এলাকায় অভিযান চালায়। ওই সময় একটি নৌকা থেকে দুই লাখ ইয়াবা জব্দ করেন তাঁরা। কোস্টগার্ড সদস্যদের দেখে পাচারকারীরা নৌকায় ইয়াবা রেখে পালিয়ে যায়।

সূত্র জানায়, পাচারকারী দলের তিনজনকে শনাক্ত করেছে কোস্টগার্ড। নৌকার মালিক ও ওই পাচারকারীদের মামলায় আসামি করা হবে। ওই তিনজনের বাড়ি আনোয়ারা উপজেলায়।

ইয়াবা জব্দের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, দুই লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। কাউকে আটক করা যায়নি। তবে জব্দ করা নৌকাটির মালিক ও পাচারকারীদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।