নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ বিন মোমেন।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মাসুদ বিন মোমেন বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছেন। তিনি এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে দু’দেশের সম্পর্ক খুবই জোরদার হয়।
মাসুদ বিন মোমেন জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি থাকার সময় রোহিঙ্গা সংকট ইস্যু নিয়ে কূটনৈতিক তৎপরতায় দক্ষতার পরিচয় দেন।
এদিকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে যোগ দিচ্ছেন। তার নিয়োগ আদেশ এরই মধ্যে অনুমোদন হয়েছে।