ঢাকা-১০ আসনেও ইভিএমে ভোট: রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

আসন্ন ঢাকা-১০ আসনের এমপি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামী ২১ মার্চ অনুষ্ঠিতব্য ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপ নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

 

এ বিষয়ে সম্প্রতি ইসির সিনিয়র সচিব মো. আলমগীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়- গাইবান্ধা-৩ আসনে, জেলা নির্বাচন অফিসার গাইবান্ধা-কে রিটার্নিং অফিসার, জেলার সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার করা হয়েছে।

তিন আসনের মধ্যে ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সম্প্রতি ঢাকা-১০ আসনে, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা, লালবাগ ও ধানমন্ডি থানার নির্বাচন অফিসার-কে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

 

এছাড়া খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বাগেরহাট-৪ আসনের রিটার্নিং অফিসার ও বাগেরহাটের জেলা নির্বাচন অফিসার ও একই জেলার মোড়লগঞ্জ উপজেলার নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।