টেস্টের ফাইনাল নাকি ভারতের সঙ্গে সম্পর্ক– কোন পথে প্রোটিয়া ক্রিকেট?
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ক্রীড়া ডেস্ক :
আইপিএল নাকি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল– কোনোটাকে প্রাধান্য দেবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট? দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ শুকুরি কনরাড ২৫ মে তারিখের পরেই দলের ৮ খেলোয়াড়কে পাওয়ার ব্যাপারে আশাবাদী। কিন্তু আইপিএলের মাঝপথে ৮ খেলোয়াড়কে ফিরিয়ে আনা হলে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কে এর প্রভাব পড়বে, সেটাও মাথায় রাখতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তাদেরআইসিসি ইভেন্টের ফাইনাল হলেও তাই প্রোটিয়া ক্রিকেটের পরিচালক ইনোক নকউই–এর কণ্ঠে ছিল নমনীয়তার সুর। যদিও সংবাদ সম্মেলনে টেস্টকেই সর্বোচ্চ অগ্রাধিকারের কথা বলেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের এনওসি অনুযায়ী, ২৫ মে তারিখেই শেষ হচ্ছে ৮ ক্রিকেটারের আইপিএলে থাকার মেয়াদ। এরপরেই টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আইপিএল ত্যাগ করতে হবে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ট্রিস্টান স্টাবস, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, করবিন বশ, মার্কো ইয়ানসেন এবং ডিয়ান মুল্ডারকে।
এই ৮ ক্রিকেটার ২৬ মে দেশে নিজ ফিরে যাবেন। এরপর ৩০ মে ইংল্যান্ডে দলের বাকি সদস্যের সঙ্গে যোগ দেবেন। এনওসি’র এমন বাধ্যবাধকতার জন্য তারা আইপিএলের নতুন সূচিতে প্লে-অফ পর্বে অংশ নিতে পারবেন না। আইপিএলের নতুন প্রকাশিত সূচিতে ফাইনাল ৩ জুন। আর এই নিয়েই মূলত সিএসএ এবং বিসিসিআই-য়ের মধ্যে আলোচনা চলছে।
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের সূত্রের বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, তাদের প্রত্যাশা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা ভেবে ক্রিকেটারদের ফিরিয়ে নেয়ার সিদ্ধান্তকে ভারতীয় বোর্ড সম্মান করবে। তবে তারা এও স্বীকার করেছে, এই সিদ্ধান্ত দুই বোর্ডের সম্পর্কের মধ্যে অস্বস্তির জন্ম দিতে পারে।
দল ঘোষণার পর দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচ শুকরি কনরাড বলেন, ‘প্রাথমিক চুক্তি অনুযায়ী, ২৫ মে আইপিএল ফাইনালের পর আমাদের খেলোয়াড়রা ২৬ মে দেশে ফিরবে, যাতে ৩০ মে’র ফ্লাইটের আগে তাদের প্রস্তুতির যথেষ্ট সময় থাকে।’ অন্যদিকে জাতীয় দলের পরিচালক ইনোক নকউই জানান, ‘আইপিএল খেলা না খেলা খেলোয়াড়দের ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’ উল্লেখ্য, বর্তমান পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩১ মে ইংল্যান্ডে পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা দল। সেখানে ৩ জুন থেকে জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ তারা। এরপর ১১ জুন শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। যেখানে তাদের প্রতিপক্ষ আগেরবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।