টেকনাফের গহীন পাহাড় থেকে মাদক ও অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মে ৮, ২০২৫


কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের গহীন পাহাড়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব জানায়, উখিয়া ও টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূলে এই অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। তিনি বলেন, মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে উখিয়া-টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব, পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫০ পিস ইয়াবা এবং দুটি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, একটি অস্ত্র তৈরির যন্ত্রাংশ, চারটি রামদা, দুটি ছুরি, একটি চাকু ও তিনটি কিরিচ উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, সম্প্রতি মাদক ও অপহরণ দুটো অপরাধই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
সূত্র মতে, মাদকের পাশাপাশি গত তিন মাসে কক্সবাজার জেলায় ৪০টির মতো অপহরণের ঘটনা ঘটেছে। তার মধ্যে ৩০টির মতো ঘটনা শুধু এই দুই উপজেলার (টেকনাফ ও উখিয়া)। ডাকাতদের আস্তানা ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশে আমরা আজকে র‌্যাব ও অন্যান্য বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করি। যেখানে র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ এবং বনবিভাগের সক্রিয় অংশগ্রহণ ছিল। এই অভিযান চলমান থাকবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।