টাকা উড়িয়ে দান, যা বললেন ডিএসসিসির প্রধান নির্বাহী

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব শাহ মোহাম্মদ এমদাদুল হক সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল ও দরিদ্র মানুষের মাঝে নগর অর্থ বিরতন করছেন। তারই অংশ হিসেবে গত মঙ্গলবাল নগরীর সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট ও ঢাকা কলেজ এলাকার সড়কে দরিদ্র মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করতে বের হন তিনি। টাকা বিতরণের এক পর্যায়ে মানুষের ভিড়ে দিশেহারা হয়ে উঠেন এমদাদুল হক। এক পর্যায়ে রাজপথে ১শ’ টাকার বান্ডেল ছুড়ে মারেন তিনি। সঙ্গে সঙ্গে নোটগুলো কড়িয়ে নিতে হতদরিদ্র লোকজন লেগে যায় কাড়াকাড়িতে।

এমন দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। মেয়র সাঈদ খোকন অবশ্য বলেন, ঘটনাটি আমি গণমাধ্যম থেকে জানতে পেরেছি। এটা কীভাবে কেন করা হলো আমি খতিয়ে দেখবো
[৩] তবে বিষয়টিকে স্বাভাবিক দৃষ্টিতে দেখছেন এমদাদুল হক।তিনি বলেন, আমরা তো গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের মাঝে অর্থ বিতরণ করে আসছি। কিন্তু কেউ তো সেগুলো নিয়ে একটি নিউজও করেনি। এই ঘটনায় নিউজ করা ঠিক নয় বলে তিনি জানান।