
নিজেস্ব প্রতিবেদক:
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শহীদ ও আহতদের পরিবার।
সোমবার (১২ মে) সকালে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষুব্ধরা বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত এই দুই কর্মকর্তা শহীদ বা আহত পরিবারের কেউ নন। বরং তারা জুলাই আন্দোলনের সময় স্বৈরাচারী শাসকদের সহযোগী ছিলেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন বলেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা পদ পেয়েছেন, আজ তারাই আমাদের অবমূল্যায়ন করছেন। তিনি দাবি জানান, ফাউন্ডেশনের সকল গুরুত্বপূর্ণ পদে যেন শহীদ পরিবার থেকেই নিয়োগ দেওয়া হয়।
শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন বলেন, আমরা চাই যোগ্য ও প্রাপ্য মানুষরা—শহীদ ও আহতদের পরিবার—এই ফাউন্ডেশনে দায়িত্ব পাক।
কয়েকদিন আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সভা শেষে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদ শহীদ ইয়ামিনের বাবা এবং আহতদের পাগল বলে অভিহিত করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তারা বলেন, শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না।
তারা জানান, দীর্ঘদিন ধরে কোনো সাধারণ সভা ছাড়াই একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষ।
শহীদ পরিবারের সদস্যরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে।