জাকার্তায় স্বাধীনতা দিবস উদযাপন 

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ইন্দোনেশিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করেছে জাকার্তার বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।এদিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর দূতাবাসে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত তারিকুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং আত্মত্যাগের কথা স্মরণ করেন।

তিনি বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকারের নিরলস প্রয়াসের কথা উল্লেখ করেন।দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী অন্যান্য বক্তারা বাংলাদেশের স্বাধীনতার অনন্য অর্জনের এবং গৌরবের দিক তুলে ধরেন। রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে অবদান অব্যাহত রাখার আহ্বান জানান।