জবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ৫ম ব্যাচের পুনর্মিলনী

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

সাজ্জাদ হোসেন 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের ৫ম ব্যাচের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২২ মার্চ) রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিভাগের ৫ম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী রুহিলী আমিন পিয়া এবং ইশতিয়াক হোসেন মেহেদীকে স্মরণ করা হয়।ফজলে আহাদ বলেন, ২০১৪ সালে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর বছরে এ একটা সুযোগ-ই আসে বন্ধুদের সঙ্গে মন খুলে কথা বলার। চাকুরির সুবাদে কিছু বন্ধু বাংলাদেশ এবং ঢাকার বাইরে থাকায় অংশগ্রহণ করতে না পারলেও শুভেচ্ছা জানিয়েছে।

বিপ্লব বলেন, যাদের সঙ্গে ক্লাস পড়াশুনা আর আড্ডায় প্রাণবন্ত থাকতাম, তাদেরকে সবসময় ভীষণ মিস করি। আশা করছি, প্রতি বছর এভাবেই সবাইকে একদিনের জন্য হলেও পাব।ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাচের সৈয়দ শাকিল বাবু, মঈনুল ফয়সাল, তপু,সাদী, পাভেল, রুহুল, হিমেল, রুবেল, জাহিদ,পলাশ, নয়ন, পাভেল, ফরহাদ, রিয়াদ, সিফাত, হাসিব, মাহবুব, শ্রাবণ,ফয়সাল প্রমুখ।