
নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর ছাত্র সমাজের উদ্দেশে গতকাল ভাষণ দেন শেখ হাসিনা। বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে রাতেই ব্যাপক বিক্ষোভ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আজ সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙা চলছে। ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। এ ঘটনার কিছু খণ্ডচিত্র—
বৃহস্পতিবার সকালেও দেখা গেছে ভাঙচুরের এ দৃশ্য
অনেককে মালামাল বের করে নিয়ে যেতে দেখা গেছে
বৃহস্পতিবার সকালের দৃশ্য
বাড়ি থেকে মালামাল বের করে নিয়ে যাচ্ছেন অনেকে
বাড়ির ভেতরে দরজা, জানালা, লিফট ইত্যাদি জিনিসপত্র খুলে নিয়েছেন অনেকে।
গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনের অনেকটা
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে
বুধবার রাত থেকে শুরু হওয়া রাজধানীর ৩২ নম্বর ভেঙে দেওয়ার কাজ এখনও চলছে।
বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে
গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে ভাঙচুরের মুখে পড়েছে বাড়িটি।
মানুষকে উল্লাস করতে দেখা গেছে।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এক্সকাভেটর-ক্রেন দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ ছাত্র-জনতা
জ্বলছে শেখ মুজিবের বাড়ি, গতকাল রাতের ছবি।