চুক্তি হোক বা না হোক, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে ইরান

ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি হোক বা না হোক, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে। রোববার (১৮ মে) স্থানীয় সময় সন্ধ্যায় এক্স-পোস্টে একটি পোস্টে এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হোক বা না হোক, ইরান দেশের বেসামরিক পারমাণবিক কর্মসূচির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে।
আরাঘচি উল্লেখ করেন, পরমাণু বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য হিসেবে ইরানের অধিকার ‘স্পষ্টভাবে সুস্পষ্ট’ এবং ‘এমন কোনো পরিস্থিতি নেই যেখানে ইরানিরা এ থেকে বিচ্যুতি মেনে নেবে’।
তিনি বলেন, ‘সমৃদ্ধকরণ প্রযুক্তিতে দক্ষতা অর্জন একটি কঠিনভাবে অর্জিত এবং স্বদেশি বৈজ্ঞানিক সাফল্য; রক্ত এবং সম্পদ উভয়েরই মহান ত্যাগের ফলাফল।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অস্ত্র না থাকার বিষয়ে নিশ্চিত হতে আগ্রহী হয়, তবে একটি চুক্তি হাতের নাগালে রয়েছে এবং আমরা এমন একটি সমাধান অর্জনের জন্য গুরুতর আলোচনার জন্য প্রস্তুত, যা চিরকাল এই ফলাফল নিশ্চিত করবে। তবে চুক্তি হোক বা না হোক, সমৃদ্ধকরণ চলতে থাকবে।
তিনি শীর্ষ মার্কিন আলোচক স্টিভ উইটকফের সর্বশেষ মন্তব্যও প্রত্যাখ্যান করেছেন, যিনি বলেছিলেন, ওয়াশিংটন ইরানকে এক শতাংশও সমৃদ্ধকরণ ক্ষমতা রাখতে দেবে না।
প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটন সম্প্রতি চার দফা আলোচনা করেছে।