চট্টগ্রামে মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান কাকনকে পুলিশে দিয়েছে একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ—ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন ইসরাত জাহান।
সবশেষ সোমবার (৫ মে) ওই নেত্রীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
এর আগে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে রোববার দুপুরে তাকে মহসিন কলেজ ক্যাম্পাসে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠনটির পক্ষে উসকানি দিচ্ছিলেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
ওসি জাহিদুল কবির বলেন, আটক ছাত্রলীগ নেত্রীকে গত ৫ আগস্টের মামলায় সোমবার আদালতে হাজির করা হবে।