গুরুতর চোটে কোমায় নটিংহ্যাম ফরেস্টের স্ট্রাইকার

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্টের নাইজেরিয়ান স্ট্রাইকার তাইও আওনায়িকে গুরুতর চোটের পর অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি ‘ইনডিউসড কোমা’তে রয়েছেন—চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে সক্রিয়ভাবে অবচেতন অবস্থা বলা হয়।

শনিবার (১০ মে) লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে গোলপোস্টের সঙ্গে সংঘর্ষে মারাত্মক আঘাত পান আওনায়ি। সিটি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও ম্যাচ চলাকালেই ওই সংঘর্ষের পর মাঠে পড়ে যান তিনি।

ঘটনাস্থলে চিকিৎসকরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেন এবং কিছু সময়ের জন্য খেলায় ফেরেন আওনায়ি। তবে পরে ব্যথা বেড়ে গেলে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন।

পরবর্তীতে হাসপাতালে নেয়া হলে পরীক্ষায় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয়। ১২ মে সোমবার রাতে অস্ত্রোপচার সম্পন্ন হয়। প্রাথমিকভাবে সবকিছু স্বাভাবিক মনে হলেও অস্ত্রোপচারের পর তার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে ইনডিউসড কোমায় রাখার সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের মতে, এতে তার অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্ষমতা নিয়ন্ত্রণে রেখে দ্রুত সেরে উঠার পথ সুগম হবে।

নটিংহ্যাম ফরেস্ট অস্ত্রোপচারের দিন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করলেও এরপর থেকে আওনায়ির শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিক কোনো আপডেট দেয়নি। তবে ক্লাব সূত্র বলছে, তিনি ধীরে ধীরে সেরে উঠছেন।
নটিংহ্যাম ফরেস্টের নাইজেরিয়ান স্ট্রাইকা তাইও আওনায়ি। ছবি এক্স
নটিংহ্যাম ফরেস্টের নাইজেরিয়ান স্ট্রাইকা তাইও আওনায়ি। ছবি: এক্স

এই ঘটনার পর ক্লাব মালিক ইভানগেলোস মারিনাকিস এবং কোচ নুনো এস্পিরিতো সান্তোর মধ্যে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওনায়ির ইনজুরি মোকাবিলায় কোচিং স্টাফের ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মারিনাকিস। এতে কোচের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয় বলে জানা গেছে।

এক বিবৃতিতে ক্লাব জানায়, ‘নটিংহ্যাম ফরেস্ট কেবল একটি ক্লাব নয়, এটি একটি পরিবার। মালিক মারিনাকিস খেলোয়াড়দের জন্য গভীরভাবে দায়বদ্ধ এবং রবিবারের ঘটনাটি তাকে আবেগতাড়িত করে তোলে। তাঁর প্রতিক্রিয়া ছিল ভালোবাসা ও দায়িত্ববোধেরই প্রতিফলন।’

এই মৌসুমে তাইও আওনায়ি ক্লাবের হয়ে ৩২টি ম্যাচে অংশ নিয়েছেন। তবে গোল পেয়েছেন মাত্র ২টি। আহত হওয়ায় মৌসুমের বাকি সময় মাঠে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ফুটবল ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং ক্লাবটিও আশা করছে, এই গুরুত্বপূর্ণ খেলোয়াড় শিগগিরই সুস্থ হয়ে ফিরবেন মাঠে।